ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে নারী ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীতে নারী ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। 

শুক্রবার (২৪ মার্চ) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পিবার (২৩ মার্চ) মিরপুর-১০ নম্বর গোল চত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও  রিতু (২৪)।

আরও পড়ুন  ফরিদপুরে দুর্গাপ্রতিমা ভাঙচুর, আটক ১

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরতেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকতেন। মনিকা ও রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশেপাশে থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া লাগিয়ে দেন। আর এই সুযোগে বাকি দুইজন লাপাত্তা হয়ে যান।

আরও পড়ুন  ঢাকায় ট্রেনের ধাক্কায় মারা গেলেন আহত যুবক

মোহাম্মদ মহসীন বলেন, মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘুরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছো মেরে নিয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা দিয়ে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান। গতকালও একই কায়দায় ছিনতাই করেন তারা।

আরও পড়ুন  চট্টগ্রামের পূজামঞ্চে 'ইসলামি সংগীত' বিতর্কে গ্রেফতার ১

ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের আরো সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ