ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

রিহাব (৭) ও মারিয়া (৫)। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের রামুতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাত ৮ টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ওমেয়ে মারিয়া (৫)।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ জানান, বিকেল থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় স্থানীয় জেলে হাসমত উল্লাহ রেল লাইনের পাশের একটি ডোবায় জাল ফেলেন। এ সময় তার জালে ওই দুই শিশুর মরদেহ উঠে আসে। পরে  তিনি পরিবারের সদস্যদের খবর দেন।

আরও পড়ুন  নাসিরনগরে খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ২০

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আলোচিত সংবাদ