কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ রফিক নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
শেখ মোহাম্মদ আলী জানান, দুপুরে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তরা রফিককে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিক।
মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওনা দিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকতা।