ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে পুড়েছে পাঁচ শতাধিক ঘর, সন্দেহভাজন আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ শতাধিক ঘর পুড়ে গেছে। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন  ভাটিয়ারিতে আগুনে পুড়ে ছাই সাতটি বসতঘর

নাশকতার বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যায় না উল্লেখ করে মিজানুর রহমান বলেন, পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত বলা যাবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, বিকেল পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ২৫ মিনিটের মধ্যেই সেখানে বাহিনীর প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন  ফখরুলের পর সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ