ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক শিশু।

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত একটার দিকে ক্যাম্প ৮ (ডব্লিউ) ও ক্যাম্প-৫ এ ঘটনা ঘটে।

শনিবার (১ এপ্রিল) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ মরদেহ উদ্ধার

নিহত ব্যক্তি ক্যাম্প ৮ (ডব্লিউ), ব্লক ই, সাব-ব্লকঃ এ/৪২ পঁচা বাজার এলাকার মৃত মোঃ হাসিমের ছেলে।

এ ঘটনায় তাইফুর (১২) নামের আরও এক শিশু আহত হয়েছে। সে ক্যাম্প ৫, ব্লক ডি, সাব-ব্লকঃ ডি/৫ পঁচা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ওসি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ক্যাম্পে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন  কারামুক্ত হলেন মামুনুল হক

ট্যাগঃ