ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্প থেকে ইমামের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প থেকে শামসুল আলম (৩৮) নামে এক রোহিঙ্গার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উখিয়ার কুতুপালং ২০নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত রোহিঙ্গা ক্যাম্পের একটি মসজিদের ইমাম বলে জানা গেছে।

আরও পড়ুন  বেগমগঞ্জে মডেল মসজিদের ভিতরে বিস্ফোরণ

নিহত মৌলভী শামসুল আলম ১৭নং ক্যাম্পের সি ব্লকের সাব ব্লক-এইচ/৭৯ এর বাসিন্দা মৃত মিয়া চানের পুত্র। তিনি ওই ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এইচ-৮৮ এর একটি মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে এশার নামাজের পর কয়েকজন সন্ত্রাসী মৌলভী শামসুল আলমকে তার ঘর থেকে ডেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে আজ শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর বর্ডার এলাকায় তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন  হাঁটুর ওপরে পানি, রিকশায় বাড়ি ফিরলেন চসিক মেয়র

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাতে মসজিদের ইমাম নিখোঁজ হন। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কোনো সন্ত্রসী গ্রুপ তাকে হত্যা করেছে। এই ঘটনার রহস্য খোঁজার চেষ্টা চলছে।

ট্যাগঃ