বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে লোহার গেট চাপা পড়ে জাইরিন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও এক শিশু।
শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নয়াপাড়া এলাকায় আব্দুল জলিল কোম্পানির বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত জাইরিন নয়াপাড়া এলাকার আব্দুল জলিল কোম্পানির মেয়ে। আহত মনিকে (৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির সামনে উঠানে দুই শিশু খেলছিল। এক ফাঁকে শিশুরা খেলতে খেলতে বাড়ির সামনে গেটে উঠলে হঠাৎ এটি খুলে পড়ে যায়। এতে দু’জনই গেটের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে জাইরিনের মৃত্যু হয় এবং মনি গুরুতর আহত হয়।
ফাইতং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক বলেন, ঘটনাটি মর্মান্তিক। আমি গজালিয়া ইউনিয়নে পার্বত্য মন্ত্রীর প্রোগ্রামে চলে আসায় আমার সন্তান ও স্ত্রীকে ওখানে পাঠিয়েছি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি শামীম শেখ বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।