ঢাকাসহ দেশের সব সিটি কর্পোরেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) এরই অংশ হিসেবে বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত রাজধানীর মিরপুর-১০ নম্বরের জলপট্টির সামনে চলমান হকার উচ্ছেদের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে হকারদের জন্য একটি কার্যকরী আইন প্রণয়নের দাবি জানানো হয়। এ ছাড়া হকার উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়ে এমন কার্যক্রম বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা।
এ সময় বক্তব্য রাখেন হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইন ও হকার নেতা কামাল সিদ্দিকীসহ অন্যান্য নেতারা।