ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

লাল গালিচায় সংবর্ধিত হলেন দানবীর অদুল চৌধূরী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পৌষ সংক্রান্তি উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার টংকাবতীরকূল গ্রামে ৪৯তম ষোড়শ প্রহর ব্যাপী মহানামযজ্ঞের মহতী ধর্মসভায় বিশিষ্ট দানবীর শ্রী অদুল কান্তি চৌধুরী’কে লাল গালিচা সংবর্ধনায় বরণ করলেন এলাকাবাসী।

শনিবার (১৪ জানুয়ারি) শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গণে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ কর্তৃক মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শুভারম্ভ হয় আনুষ্ঠানিকতা।

মহতী ধর্মসভায় প্রধান অতিথি বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী ও বিশেষ অতিথি উক্ত ট্রাস্টের কো-চেয়ারম্যান শ্রীমতী অনিতা চৌধুরী’কে লাল গালিচা সংবর্ধনায় বরণ করা হয়।

আরও পড়ুন  অনন্যা আবাসিকের পাশে পড়েছিল এনজিও কর্মীর বস্তাবন্দী লাশ

সম্মাননা হিসেবে তাদের ক্রেষ্ট ও মানপত্র দেওয়া হয়।

শ্ৰী স্বপন কুমার দাশ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূখ্য ধর্মীয় আলোচক অধ্যক্ষ শ্ৰী অজিত দাশ, উদ্বোধক শ্রী ঝুন্টু চৌধরী, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতী মিল্কি দাশ, বীরমুক্তি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবু নাসের, কাউন্সিলর রাজবিহারী দাশ, ডা. রিটন দাশ।

আরও পড়ুন  চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: চলছে ভোট গ্রহন

আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্ৰী মৃণাল কান্তি দাশ, শ্রী অশোক দাশ, প্রধান শিক্ষক শ্ৰী অনুপ ভট্টাচার্য।

প্রধান অতিথি’র বক্তব্যে উপস্থিত সুধীবৃন্দ ও গ্রামবাসীগণ অনুপ্রাণিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রী বিশ্বজীৎ সরকার ও শ্রী আশিষ কুমার দাশ। ধর্মীয় আলোচনা সভার পরপরই সংগীত ও নৃত্যানুষ্ঠান আরম্ভ হয়। এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার ও সংগীত পরিচালক শ্রী সঞ্জিত আচার্য্য, বেতার ও টিভি শিল্পী শ্ৰীমানি স্বস্তিকা দাশ প্রান্তি ও শ্রীমতী সুপ্রিয়া মজুমদার লাকী।

আরও পড়ুন  চট্টগ্রামে বাসাবাড়িতে স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ

ট্যাগঃ

আলোচিত সংবাদ