ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

লিটারে ১০ টাকা কমল ভোজ্য তেলের দাম

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভোজ্য তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী পহেলা মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত রবিবার রমজান উপলক্ষে আগামী ভোজ্যতেল ও চিনির দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

আরও পড়ুন  গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা

ওই সময় আহসানুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শিগগিরির বৈঠক করে চিনি, খেজুরসহ অন্যান্য পণ্যের দামও নির্ধারণ করা হবে। চলতি সপ্তাহেই ভারত থেকে  পিঁয়াজ এবং চিনি আসার সম্ভাবনা রয়েছে।

আলোচিত সংবাদ