চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্র ও গুলিসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় এলজি, ২৩ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড পিস্তলের গুলি, ৯১ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়।
বুধবার (১ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নাথ পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান।
আটককৃতরা হলেন- আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নাথ পাড়ার বিশ্বজিৎ নাথ শিবু (৪৩), একই এলাকার রাজিব নাথ (৩০), চট্টগ্রাম নগরীর পশ্চিম ষোলশহর নাজির পাড়ার অভিরাম নাথ (৩১) এবং কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজারা এলাকার রং মহল রিটা বড় বাড়ির শংকর নাথ (৪৩)।
ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মল্লিক সোবহান নাথ পাড়ার তপন নাথ গংদের উপর হামলার উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গুলি মজুত রাখে মর্মে জিজ্ঞাসাবাদে স্বীকার করে আসামিরা। অস্ত্র ও গুলি সংরক্ষণের দায়ে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।