ভালোবাসার মানুষকে এক পলক দেখতে মানুষ কত কিছুই না করে। আর যদি তা হয় ভক্তদের ভালোবাসা। ঠিক তেমনই এক ঘটনা ঘটল বলিউড কিং শাহরুখের সঙ্গে। শাহরুখকে একটিবার দেখতে তার দুই ভক্ত সবার চোখে ধুলো দিয়ে সোজাসুজি শাহরুখের মান্নাতের বাড়িতে চুপ করে ঢুকে পড়েন। ঠিক তখনই সিকিউরিটি গার্ডের চোখে ধরা পড়ে যান তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
জিজ্ঞাসাবাদের সময় এ দুই ব্যক্তি জানান, তারা সুদূর গুজরাট থেকে এসেছেন শুধু একটিবার ‘পাঠান’ খ্যাত অভিনেতা শাহরুখকে দেখার জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে, এ দুই ব্যক্তির বয়স ২০ থেকে ২২ বছর।
ইতোমধ্যে এ দুই যুবকের বিরুদ্ধে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী ট্রেসপাসিং কেস ফাইল করা হয়েছে। এখনও তদন্ত চলছে বলেই জানা গেছে পুলিশের তরফে।
প্রসঙ্গত, মাত্র ছয় সপ্তাহের মধ্যেই পাঠান বিশ্বজুড়ে ১ হাজার কোটি টাকার ওপর ব্যবসা করে ফেলেছে।
২৫ জানুয়ারি মুক্তি পায় পাঠান। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। তার সঙ্গে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। এ ছাড়া আছেন ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানা। ফার্স্ট ডে ফার্স্ট শো রীতিমতো বক্স অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল। মুক্তির প্রথম দিনের ব্যবসার নিরিখে কেজিএফ ২ ও বাহুবলী ২-কেও টপকে যায় পাঠান। এ ছবি ২৫০ কোটির ব্যবসা করে মাত্র পাঁচ দিনে। একটার পর একটা রেকর্ড ভেঙে ফেলেছিল এ ছবি। ব্যবসা করার নিরিখে সিদ্ধার্থ আনন্দের এ ছবি একটার পর একটা নতুন মাইলস্টোন তৈরি করে গেছে।