ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিকারপুরের লালা চন্দ্র বিলের মাঝপথে দুর্ধর্ষ ডাকাতি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের নেয়ামত আলী-আমান বাজার সড়কের লালা চন্দ্র বিলের মাঝখানে  দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকাসহ একটি অনটেস্ট মোটরসাইকেল নিয়ে যায়।

রবিবার (২৬ মার্চ) রাতে সিংহের বাড়ীর পরে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবর আলম।

ভুক্তভোগীরা হলেন- হাফেজ জুবায়ের আবদুল্লাহ ও হাফেজ বেলাল।

ভুক্তভোগী হাফেজ জুবায়ের আবদুল্লাহ জানান, নিজের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে একজন সহপাটিসহ যুগীরহাট যাচ্ছিলাম। সহপাটি বাথুয়া মাদ্রাসার একজন শিক্ষক। লালা বিলের মাঝপথে বড় একটা বাঁশ দিয়ে আমাদের গতিরোধ করে কোন কিছু বুঝে ওটার আগেই ৫-৭ জনের একদল ডাকাত এলোপাথারি আমাদের আঘাত করতে থাকেন। আমার মোটরসাইকেলসহ নগদ টাকা পয়সা যা ছিলো এরমাঝে ওরা নিয়ে গেছে। মারাত্নকভাবে আহত হলাম আমরা দুজন। শেষে আমাদের রাস্তা থেকে নামিয়ে দুজনকে দুদিকে নিয়ে গেলো এবং অনেকদুর নিয়ে গিয়ে হাত পা বেধেঁ ফেলে চলে যায়। ওনাদের সকলের বয়স আনুমানিক ২৫-৩০ বছর বয়সের। এ বিষয়ে হাটহাজারি থানার মদুনঘাট ফাড়িঁর ইনচার্জ মাহবুবর আলম বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ যায়। আমরা ডাকাত দলের মুলহোতাকে শীঘ্রই আইনের আওতায় আনতে সক্ষম হবো। লিখিত অভিযোগ পেয়েছি। আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন  চট্টগ্রাম বিমানবন্দরে ভোর ৫টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ

প্রসঙ্গত, নেয়ামত আলী-আমান বাজার সড়কের মাঝামাঝি লালা চন্দ্র বিলে প্রায়শ চুরি-ডাকাতির ঘটনা ঘটে। কয়েকদিন এ নিয়ে তৎপরতা দেখা গেলেও কালক্রমে ঘটনার মুলহোতারা রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। যার কারনে অপরাধীরা নতুন নতুন পরিকল্পনায় নতুন অপরাধ সংগঠিত করে। অপরাধীদের শনাক্তসহ মুলহোতাদের আইনের আওতায় আনার জোড় দাবি এলাকাবাসীর।

ট্যাগঃ

আলোচিত সংবাদ