ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শীত বাড়ার ইঙ্গিত দিলো আবহাওয়া অফিস

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থেকে রাতে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুড়িগ্রাম ও মৌলভীবাজারের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন  ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

এতে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকতে পারে। এমনকি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের নদী আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া বার্তায় বলা হয়, শ্রীলঙ্কা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুষ্পষ্ট লঘুচাপ এবং পরিবর্তিত লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরপশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন  'শেখ হাসিনা এখনও ভারতেই আছেন'

গত বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগঃ

আলোচিত সংবাদ