ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদের পেটানোর হুমকি পেয়ে ওসি’র জিডি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফেসবুক লাইভে এসে নগরীর এক থানার অফিসার ইনচার্জকে (ওসি) নগ্ন করে পেটানোর হুমকি দিয়েছেন চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে খ্যাত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে হুমকি দেন সাজ্জাদ।

সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে থানায় দায়ের হওয়া একাধিক মামলায় নিজেকে নির্দোষ দাবি করেন।

১৯ মিনিট ২৯ সেকেন্ডের ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, ওসি আরিফ দেশের যেখানেই থাকুক না কেন, তাকে আমি ধরে ন্যাংটা করে পেটাব। ওসি আরিফ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে আমার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। সে আমার সন্তানকে হত্যা করেছে। আমার স্ত্রীকে আটক করে জেলে নিয়ে গেছে। তাকে আমি ছাড়ব না। পুলিশ না হলে তাকে আমি অনেক আগেই মারধর করতাম। পুলিশের প্রতি শ্রদ্ধা করি বলেই চুপ করে আছি।

আরও পড়ুন  রাউজানে ষাটোর্ধ্ধ বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সারোয়ার বাবলা ও আসলাম চৌধুরী টাকা দিয়ে আমার বিরুদ্ধে এসব মামলা করিয়েছে। তারা মামলা করে আমাকে এলাকা ছাড়া করেছে। আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায়ও আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অক্সিজেনে যে দুইটি খুন হয়েছে সেখানে আমি ছিলাম না। আমাকে কেউ দেখেনি। তবুও মামলায় আমাকে আসামি করা হয়েছে। তাহসিনকে আমি খুন করিনি। তার সঙ্গে ঢাকাইয়া আকবরের ঝামেলা ছিল।

ওসি আরিফের বিষয়ে তদন্ত করতে সিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, আরিফ আমার আমার সন্তানকে (ভ্রুণ) হত্যা করেছে। তাকে আপনি বদলি করেন। টাকা নিয়ে আমার বিরুদ্ধে মামলা করা করেছে। তার বিরুদ্ধে আপনারা তদন্ত করেন।

আরও পড়ুন  হারুনের মাথায় 'নিউরো চিপ' বসিয়ে করা হয়েছিল 'মস্তিষ্ক হ্যাক'

জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, সাজ্জাদ বায়েজিদ এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেকগুলো খুনের মামলা আছে। আমরা পুলিশ, জনগণের সেবায় নিয়োজিত। আমাকে কেউ খুনের হুমকি দিলেও আমি আমার দায়িত্ব পালন করে যাব। সাজ্জাদকে ধরতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাকে যেহেতু সে হুমকি দিয়েছে, তাই আইন মোতাবেক আমি একটি জিডি করেছি থানায়। আমার থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। শুধু সাজ্জাদ কেন, কোনো সন্ত্রাসীকেই আমরা ছাড় দেব না।

সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা আছে। ২০২৪ সালের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ ছোট সাজ্জাদকে গ্রেফতার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।

আরও পড়ুন  চট্টগ্রামে আলোচিত 'মনা' হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৪

গত ১৮ সেপ্টেম্বর বায়েজিদ থানার কালারপোল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে গুলি করেন সাজ্জাদ। ওই ঘটনার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বায়েজিদ বোস্তামী এলাকায় সাজ্জাদের চাঁদা দাবির বিষয়টি অনেকটা প্রকাশ্যেই চলে। মূলত নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা তোলেন এ শীর্ষ অপরাধী।

গত বছরের ৪ ডিসেম্বর নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। সর্বশেষ গত ২৭ জানুয়ারি ডাকাতির প্রস্তুতির সময় তার ছয় সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।