ঢাকা, বুধবার - ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিকবাহী গাড়ির চাপায় রাকিব (২৫) নামের এক ডাম্প ট্রাক চালক নিহত হয়েছেন।
নিহত রাকিব উপজেলার খোঁজেখানি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাওনা-শ্রীপুর সড়কের ভাংনাহাটি নিউহোপ কারখানার সামনে এ ঘটনা ঘটে। এসময় পোশাক কারখানার শ্রমিকবাহী গাড়িটি স্থানীয়দের সহায়তায় আটক করে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান,মঙ্গলবার সন্ধ্যার সময় একটি ডাম্প ট্রাকের চাকা শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটি এলাকায় বিকল হয়। এসময় গাড়ির চালক রাকিবও তার সহযোগী মিলে চাকা মেরামতের সময় শ্রীপুরগামী একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

আরও পড়ুন  শ্রীপুরে রাস্তায় এলইডি লাইটিং উদ্বোধন

ট্যাগঃ

আলোচিত সংবাদ