ঢাকা, বৃহস্পতিবার - ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৫

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর সদরঘাটে একাধিক লঞ্চের ধাক্কাধাক্কিতে একটি লঞ্চের দড়ি ছিঁড়ে আরেক লঞ্চের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও এক শিশু রয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নৌ পুলিশের ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  বায়েজিদে নকল প্রসাধনী কারখানা, ৪ লাখ টাকা অর্থদন্ডসহ ম্যানেজারের কারাদণ্ড

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার একাত্তরকে মোবাইল ফোনে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।

পরে জানা যায়, আহত পাঁচজনই মারা গেছেন। তাদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে।

নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ঢাকা-ভোলা রুটের এমভি তাশরিফ-৪ লঞ্চটি ঘাটে বাঁধা ছিলো। হঠাৎ এমভি ফারহান নামের একটি লঞ্চ এমভি তাশরিফকে ধাক্কা দিলে এমভি তাশরিফ- ৪ লঞ্চের দড়ি ছিঁড়ে যায়। এতে পাঁচ যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন এবং হতাহতের এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  বিএনপি'র পদযাত্রায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার​

এ বিভাগের আরও

সর্বশেষ