প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যারা দুর্নীতি করেছে তাদের সবার তথ্য আছে, দুর্নীতিবাজরা বিচারের আওতায় আসছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (৩১ মে) সকালে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো, হাইতি, রোয়ান্ডাকে জবাবদিহি করতে হয় না, প্রশ্ন করে না। আমরা নির্বাচন নিয়মিত করে আসছি। পার্ফেক্ট ডেমোক্রেসি কোথাও নাই। তবে পার্ফেক্ট হওয়ার কাছাকাছি। এব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক, এটা আমরা প্রমাণ করেছি।
তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশের নির্বাচনসহ বিশ্বের ৬৪টি দেশের নির্বাচন হওয়ার কথা। এর মধ্যে আমেরিকা, জুলাইতে ইউকে, ভারতের নির্বাচন। আমাদের এখানে বক্তব্য হচ্ছে যে, পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্র মানিবাধিকারের প্রবক্তা বলে দাবি করে, রাফায় একটা অফেনসিবে ৪৫ জন নরনারী, শিশু একদিনেই এদের মেরে ফেলা হলো। সেখানে যদি মানবতার প্রবক্তাদের থেকে নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাফায় এখনো রেডলাইন অতিক্রম করেনি। তাহলে মানবাধিকার কোথায়?
দেশের অর্থনৈতিক বিষয় তুলে তিনি বলেন, অনেক প্রতিকূলতার মধ্যে আমরা একটা ভারসাম্য রাখছি। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বাজেটকে সাপোর্ট করছে।
এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।