ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

সব দলকে ভোটে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ: সিইসি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ব্যালট পেপার বা ইভিএমে ভোট নেওয়াকে বড় চ্যালেঞ্জ মনে করেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার মতে, সব দলকে ভোটে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা ইভিএমেও যেমন পুরোপুরি সম্ভব নয়, ব্যালটেও সম্ভব নয়। বিষয়টি আপেক্ষিক হতে পারে। অধিকতর ভালো যেটা, আমরা সবসময় বিশ্বাস করেছিলাম ব্যালটের চেয়ে ইভিএমের ভোটটা অনেক বেশি নিরাপদভাবে গ্রহণ করা সম্ভব হয়।

আরও পড়ুন  ১৮ শর্তে সভা করার অনুমতি পেলো আওয়ামী লীগ

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএম বা ব্যালটটা কিন্তু আমাদের নির্বাচনের মোটেই বড় চ্যালেঞ্জ নয়। আমাদের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, যে রাজনৈতিক সঙ্কটটা বিরাজ করছে। নির্বাচনে সবাই বা প্রধানতম দলগুলো অংশগ্রহণ করবে কি করবে না। সেটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, বড় দলগুলো একেবারেই অংশগ্রহণ করলেন না। নির্বাচনে লিগ্যালিটি নিয়ে কোনো সঙ্কট হবে, লেজিটিমেসি শুন্যের কোঠায় চলে যেতে পারে। লিগ্যালিটি ও লেজিটিমেসির পার্থক্য বুঝতে হবে। লিগ্যালি নির্বাচন শুদ্ধ হয়ে যাবে। কিন্তু লেজিটিমেট হয়তো হবে না।

আরও পড়ুন  একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই , ৩০ জুলাই ক্লাস শুরু

এরই মধ্যে ইসি ঘোষণা করেছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালট পেপারে তারা ভোট নেবে। এখন সাংবিধানিক এই সংস্থাটি প্রধান দলগুলোকে নির্বাচনে আনার ব্যাপারে চেষ্টা করছে বেশি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ