ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

সাংবাদিক শামসুজ্জামান ফের কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ফের কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুর কারাগারের গাড়িতে করে তাকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।

আরও পড়ুন  নিবন্ধনের অনুমতি পেল আরও ১২টি অনলাইন নিউজ পোর্টাল

গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে শামসকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ স্থানান্তর করা হয়। দুপুরে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে পৌঁছায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ ছিলেন। সেখান থেকে শনিবার সকাল সোয়া ১০টায় তাকে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  দেশের তিন দৈনিক পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জেল সুপার আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে কাশিমপুর কারাগার থেকে আবার ওই কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ