চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে দু’জনের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উত্তর ঢেমশা এলাকার ছিদ্দিক আহম্মদের ছেলে মনছুর উদ্দিন (২৭) ও দক্ষিণ রামপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে খোরশেদ আলম (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সাতকানিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেছেন।
উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।