ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সাতক্ষীরায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সানাউল হুদা নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি জেলা সদরের জোড়দিয়া গ্রামে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্যাংদহা-বুধহাটা সড়কের নজরুল মেম্বারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সাংবাদিক আবু ছালেক জানান, শুক্রবার দুপুরে শেখ সানাউল হুদা ব্যাংদহা বাজারে অবস্থিত তার ফার্মেসি বন্ধ করে মোটরবাইকে সাতক্ষীরা সদরের জোড়দিয়া শেখপাড়া ফিরছিলেন। পথে তিনি জোড়দিয়া গ্রামের পশ্চিমপাড়া পৌঁছালে মাটি বহনকারী ট্রাক্টর সানাউলের মোটরবাইকে ধাক্কা দেয়। এতে সানাউলকে চাপা দিয়ে চলে যায় ট্রাক্টরটি।

আরও পড়ুন  চট্টগ্রামে ৭০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

স্থানীয়রা ঘটনাস্থল থেকে পৌঁছে সানাউল হুদাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ