ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

সাভারে গাড়িচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার সাভারে একটি খোলা মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিয়ার রহমান (৫১) নামে এক প্রাইভেটকারচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ মার্চ) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় রূপায়ন মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

আতিয়ার রহমান রংপুরের উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় থাকতেন এবং পেশায় প্রাইভেটকারচালক ছিলেন।

আরও পড়ুন  চকরিয়ায় পুলিশের এসআইসহ তিন সদস্যকে কুপিয়ে জখম, আটক ১৪

স্বজনদের বরাতে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে গাড়ি চালানোর কথা বলে বাসা থেকে বের হন আতিয়ার। পরে আর তিনি বাসায় ফেরেননি। বুধবার সকালে জামগড়ার রূপায়ন মাঠ এলাকায় এক ব্যক্তি হাত-পা বাঁধা অবস্থায় আতিয়ারের মরদেহ দেখতে পান। স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

আরও পড়ুন  হাটহাজারীতে যুবলীগ নেতার মাথায় অস্ত্র ঠেকানো সেই 'পিস্তল খোকন' গ্রেপ্তার

পরিদর্শক মোমেনুল আরও জানান, আতিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ