রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ভবনে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় তিন জন নিহত হয়েছে।
রবিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এই তথ্য জানিয়েছেন।
ইকরাম আলী মিয়া বলেন, বিস্ফোরণের পরপরই আহতদের বেশ কয়েকজনকে ধানমন্ডির পপুলার হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিন জন মারা গেছেন। এখনো অনেকে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এ ছাড়াও আহত হয়ে অন্তত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীনরা হলেন- জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজ উদ্দিন (৩০), কবির হোসেন (৩০), রাবেয়া খাতুন (২৫), নুর নবী (২৪), কামাল হোসেন (৪০) ও অজ্ঞাত একজন (৪০)। আহতদের অধিকাংশই পথচারী ও দোকান কর্মচারী।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, আমরা এ পর্যন্ত আট জনকে পেয়েছি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অধিকাংশরাই নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইনজুরি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইজনকে ভর্তি করানো হয়েছে।
সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ওই তিন তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং কয়েকটি দেয়াল ধসে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে, বিস্ফোরণের কারণে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে এখন সীমিত আকারে যান চলাচল করছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।