চলতি মাসে কয়েকটি কালবৈশাখীসহ সারাদেশে তাপমাত্রা বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির মাসিক সভায় এ আশঙ্কা প্রকাশ করা হয়।
অধিদপ্তরের চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ফেব্রুয়ারি মাসের তথ্য-উপাত্তও পর্যালোচনা করা হয়।
সভা শেষে জানানো হয়, মার্চ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এবং দুই থেকে তিনটি মাঝারি আকারের এবং এক থেকে দুটি তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এ ছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।
কৃষি আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, দৈনিক গড় বাষ্পীভবন ২.৫০ থেকে ৪.৫০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬-৮ ঘণ্টা থাকতে পারে।
ফেব্রুয়ারি মাস নিয়ে বলা হয়, এ মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিকের চেয়ে মাইনাস ৯৪.৭ ভাগ বৃষ্টিপাত হয়েছে। মাসটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ তারিখে যশোরে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল মোংলা, কুমারখালীতে ৪ ফেব্রুয়ারি। সেদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.২ ডিগ্রি।