ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিআরবি এলাকায় ছিনতাই, গ্রেপ্তার ১

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আবুল হাসেম প্রকাশ হাসান (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিআরবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

গ্রেপ্তার হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার তালতলা বাজার এলাকার মুসলিম উদ্দীনের ছেলে।

ওসি জাহেদুল কবির বলেন, শনিবার আইয়ুব আলী নামে জাপান টোবাকোর এক কর্মকর্তা মালামাল ডেলিভারির জন্য অফিস থেকে পায়ে হেঁটে কদমতলীর দিকে রওয়ানা দেন। সিআরবি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে দুইজন ছিনতাইকারী তার পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে তিনি বাঁধা দিলে তাকে টিপ ছোরা দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন  দেওয়ানহাট ব্রিজ এলাকায় টায়ারের গুদামে আগুন

এ ঘটনায় তিনি মামলা দায়ের করার পর রাতেই অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা ও ছিনতাই করা মোবাইলটিও উদ্ধার করা হয় জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ