ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমিকম্পে সিরিয়ায় ঘর-বাড়ি হারিয়েছে ৫০ লাখ মানুষ: জাতিসংঘ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ধারণা করছে, তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়ায় ৫০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়ে পড়েছেন। দুই দেশের ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ২৪ হাজার।

জাতিসংঘের শরণার্থী সংস্থাটির সিরিয়ার প্রতিনিধি শিভাঙ্কা ধনপাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জানান, শক্তিশালী ভূমিকম্পে প্রচুর মানুষ আহত হয়েছেন। একইভাবে বাস্তুচ্যুত মানুষের পরিসংখ্যানও অনেক।

তিনি আরও যোগ করেন, সিরিয়ায় যুদ্ধ মধ্যে ভূমিকম্প নতুন সংকট। প্রচণ্ড শীতে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ক্ষতিগ্রস্ত এলাকায় তুষারঝড় হচ্ছে। আমরা অর্থনৈতিকভাবে ধাক্কা খেয়েছি।

আরও পড়ুন  ভারতে সেনা ঘাঁটিতে গোলাগুলির ঘটনায় নিহত ৪

গত সোমবার সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিল ৭ দশমিক ৮। মাত্রার হিসাবে আনুষ্ঠানিকভাবে এটিকে ‘বড়’ ভূমিকম্প বিবেচনা করা হয়। ১০০ কিলোমিটার ফ্রন্টলাইন এটি ভেঙে ফেলে। এতে ফল্ট লাইনের কাছাকাছি থাকা ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর শতাধিক আফটার শক হয়।

সূত্র- আল জাজিরা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ