সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য বাংলাদেশ সরকার ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছে বড় তাঁবু, ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার ও ওষুধ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদের নেতৃত্বে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজে এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রাশেদুল আলম জানান, ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজে সিরিয়ায় পাঠানোর জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এই সি-১৩০জে পরিবহন উড়োজাহাজটি বাংলাদেশ থেকে শুক্রবার সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে দেশটিতে ত্রাণ সামগ্রী পৌঁছাবে, পুনরায় বাংলাদেশে ফিরে আসবে।
গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কের মধ্য-দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানতেপের শহর নুরদায়ির ২৬ কিলোমিটার পূর্বে একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন বেশির ভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন। এই ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় উদ্ধার তৎপরতার মধ্যে দুপুর দেড়টার দিকে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হনে। এতে হাজার হাজার ভবন ধসে পড়ে তুরস্কে। ভূমিকম্পটি ধ্বংসস্তূপে পরিণত করে পাশের দেশ সিরিয়ার উত্তরাঞ্চলকেও।
ভূমিকম্পের কারণে সৃষ্ট খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে ওই অঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।