ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

সিরিয়ায় ভূমিকম্প: ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য বাংলাদেশ সরকার ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছে বড় তাঁবু, ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার ও ওষুধ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদের নেতৃত্বে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজে এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন  এলিভেটেড এক্সপ্রেসওয়ে (বিমানবন্দর-ফার্মগেট) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাশেদুল আলম জানান, ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজে সিরিয়ায় পাঠানোর জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এই সি-১৩০জে পরিবহন উড়োজাহাজটি বাংলাদেশ থেকে শুক্রবার সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে দেশটিতে ত্রাণ সামগ্রী পৌঁছাবে, পুনরায় বাংলাদেশে ফিরে আসবে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কের মধ্য-দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানতেপের শহর নুরদায়ির ২৬ কিলোমিটার পূর্বে একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন বেশির ভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন। এই ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় উদ্ধার তৎপরতার মধ্যে দুপুর দেড়টার দিকে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হনে। এতে হাজার হাজার ভবন ধসে পড়ে তুরস্কে। ভূমিকম্পটি ধ্বংসস্তূপে পরিণত করে পাশের দেশ সিরিয়ার উত্তরাঞ্চলকেও।

আরও পড়ুন  ড. ইউনূস ইস্যুতে নতুন প্রসিকিউটর নিয়োগ, শুনানিতে যাবেন না খুরশীদ আলম

ভূমিকম্পের কারণে সৃষ্ট খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে ওই অঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ