ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সিলেটে এক স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে নির্মাণাধীন একটি একতলা ভবনের ছাদের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রীর নাম কিশোরী দীপা রানী সিংহ (১৪)। তিনি কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রামের পীযুষ চন্দ্র সিংহের মেয়ে।

জানা গেছে, পরিবারের সঙ্গে ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের তাজপুর দুলিয়াবন্দরস্থ বাসায় ভাড়া থাকত দীপা। সে তাজপুর মঙ্গলচন্ডী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন  ‘টাইগারপাস-সিআরবি'র শতবর্ষী গাছ কাটবে সিডিএ, পরিবেশকর্মীদের 'না'

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, গতকাল বুধবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে দীপা। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে তার কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা-মা। পরে পাশের নির্মাণাধীন একটি ভবনের একতলা ছাদের ওপর রক্তাক্ত অবস্থায় দীপাকে দেখতে পান তারা। তাকে উদ্ধার করে তাজপুরস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুন

তিনি আরও জানান, সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দীপা ওই ভবনে কিভাবে গেল, তাকে ধর্ষণ করা হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগঃ