ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাত ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাউসার আলম (৪৪) তার ছোট মেয়ে তাসনীম (৫) ও বড় মেয়েকে নিয়ে তার শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

এ সময় তিনি পাকা রাস্তার মাথা নামক এলাকায় পৌঁছালে একটি পেট্রোল পাম্পের সামনে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের দুজনকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে। এদিকে গুরুতর আহত শিশুটিকে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে গেলে সেখানে শিশুটির মৃত্যু ঘটে।

আরও পড়ুন  চাঁদাবাজির অভিযোগে 'বিএনপি নেতা কিং আলী' গ্রেপ্তার

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক দীপক কুমার শীল সাংবাদিকদের বলেন, আসলেই ঘটনাটি খুবই মর্মান্তিক। মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়। এরপর গুরুতর আহত শিশুটিও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

তিনি বলেন, এই ঘটনায় ট্রাক চালক ও ট্রাকটি আটক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন  কক্সবাজারে ১৩ নেতাকে বহিষ্কার করলো আ.লীগ

আলোচিত সংবাদ