ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ২০ ওমরাহ যাত্রী নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সৌদি আরবে ওমরাহ যাত্রী বহনকারী বাস সেতুর সঙ্গে সংঘর্ষে উল্টে আগুন ধরে গেলে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৯ জন।

সোমবার (২৭ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সৌদির রাষ্ট্রীয় অধিভুক্ত আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। ওমরাহ পালনের উদ্দেশে তারা মক্কায় যাচ্ছিলেন। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন  দাঙ্গা নিয়ন্ত্রণে ৪৫ হাজার পুলিশ ও সাাঁজোয়া যান নামাল ফ্রান্স

সংবাদপত্র ওকাজ জানায়, গাড়ির ব্রেকে সমস্যা হয়েছিল। ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

সৌদি আরবে এর আগে ২০১৯ সালে এমন বড় দুর্ঘটনা ঘটেছিল। মদিনার কাছে ওই দুর্ঘটনায় ৩৫ জন নিহত হন। আহত হন ৪ জন।

সূত্র- গালফ নিউজ

ট্যাগঃ

আলোচিত সংবাদ