সৌদি আরবে ওমরাহ যাত্রী বহনকারী বাস সেতুর সঙ্গে সংঘর্ষে উল্টে আগুন ধরে গেলে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৯ জন।
সোমবার (২৭ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সৌদির রাষ্ট্রীয় অধিভুক্ত আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। ওমরাহ পালনের উদ্দেশে তারা মক্কায় যাচ্ছিলেন। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদপত্র ওকাজ জানায়, গাড়ির ব্রেকে সমস্যা হয়েছিল। ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।
সৌদি আরবে এর আগে ২০১৯ সালে এমন বড় দুর্ঘটনা ঘটেছিল। মদিনার কাছে ওই দুর্ঘটনায় ৩৫ জন নিহত হন। আহত হন ৪ জন।
সূত্র- গালফ নিউজ