ঠাকুরগাঁওয়ের হরিপুরে সৎসঙ্গ আশ্রম মন্দিরের উদ্বোধন করেছেন ভারতের অনুকূল ঠাকুরের নাতি পূজ্যপাদ ড. শ্রী শ্রী অনিন্দ্যদুতি চক্রবর্তী (বিংকি)।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৪টায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কালচা কালীতলায় নবনির্মিত সৎসঙ্গ বাংলাদেশ কেন্দ্রীয় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের মন্দির উদ্বোধন ও সৎসঙ্গ কেন্দ্র পরিদর্শন করেন।
বাংলাদেশের উত্তরবঙ্গ পরিক্রমার অংশ হিসেবে ধর্মীয় আন্দোলন সৎসঙ্গ এর প্রতিষ্ঠাতা শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ৪র্থ পুরুষ (প্রপ্রৌত্র) ড. শ্রী অনিন্দ্যদুতি চক্রবর্তী (বিংকি)।
এ সময় উপস্থিত ছিলেন- সৎসঙ্গের সহসম্পাদক সুব্রত আদিত্য, হরিপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধুসূধন দেবনাথসহ ৫ শতাধিক সনাতন ধর্মীয় লোকজন।