ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারির চারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক চালক নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারির ট্রাক থেকে বালু ফেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালক নিহত হয়েছেন। 

বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মির্জাপুর চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

নিহত আমির হোসেন (৪৭) ফতেয়াবাদ রেলগেট এলাকার নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, একটি বালু ভর্তি ড্রাম ট্রাক বালু ফেলার সময় ৩৩ কে.ভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় গাড়িটি। এসময় গাড়ির চালক আমির হোসেন ড্রাইভিং সিটে আটকা পরে। খবর পেয়ে হাটহাজারি ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  বন্ধুকে আটকে রেখে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

ট্যাগঃ

আলোচিত সংবাদ