চট্টগ্রামের হাটহাজারিতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ।
শুক্রবার (১ মার্চ) থানার শিকারপুর ইউনিয়নের ইসমাইল শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার মহসিন মুন্না (২৬) ১৫ নং মধ্যম বুড়িশ্চর ৪নং ওয়াড সৈয়দ মিস্ত্রীর বাড়ীর আবদুল মতিনের ছেলে।
হাটহাজারি থানার মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন জানান, গ্রেপ্তারকৃত আসামি মহসিন মুন্না পলাতক ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে হাটহাজারি থানা পুলিশের মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার পরবর্তী আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।