ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে নির্বাচনের মাঠে রয়ে গেলেন তিন হেভীওয়েট প্রার্থী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার।

প্রত্যাহারের শেষ দিন চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন এবং ভাইস চেয়ারম্যান পদে একজনসহ মোট তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

তারা হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দীন শাহ ও নূর খান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হুদা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাটহাজারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুচ গণি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূর খান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দীন শাহ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আরও পড়ুন  ডেঙ্গু: চট্টগ্রামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৩

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন এম এ খালেদ চৌধুরী, মো. আশরাফ উদ্দীন জীবন, মো. নাজমুল হুদা, অশোক কুমার নাথ ও নুরুল আবছার।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, বিবি ফাতেমা শিল্পী, মোছা. শারমীন আক্তার এবং সাজেদা বেগম মনোনয়ন জমা দিয়েছিলেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষে দিন গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী একজনসহ মোট তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১১ প্রার্থী।

আরও পড়ুন  কুমিল্লা কারাগারে কাজ করবেন পাপিয়া

আগামীকাল বৃহস্পতিবার (২ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান।