ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারিতে পুকুরে ডুবে শিশু কন্যার মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারিতে পুকুরে ডুবে ছাফা মারওয়া (৪) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মেখল ইউনিয়নের কাজিপাড়ায় এলাকার আব্দুস সবুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম।

নিহত শিশু স্হানীয় সালাউদ্দিনের কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, ছাফা মারওয়া পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করার পর পানিতে ভাসতে দেখে উপস্থিত লোকজন উদ্ধার করে স্থানীয় একটি বেসকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন  চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম

ট্যাগঃ