তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারিতে বাদশা মিয়া (৪২) নামে এক ওমান প্রবাসীকে পিটিয়ে হত্যা করেছে মাহবুব সওদাগর প্রকাশ লেংগা মাহবুব নামে এক ব্যাক্তি। হত্যার অভিযোগে লেংগা মাহবুবকে আটক করে হাটহাজরি থানা পুলিশ।
শনিবার ( ৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার গুমনমর্দন ইউনিয়নের ৭ নং ওয়াডের জব্বার আলী চৌধুরীর (প্রকাশ আলমের বাড়ী) বাড়ীতে এ ঘটনা ঘটে।
হাটহাজারি থানা পুলিশ সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত বাদশা ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
সরেজমিনে জানা গেছে, নিহতের মালিকানাধীন পুকুর থেকে সেচ দিতে নিষেধ করায় ওই এলাকার মাহবুব সওদাগর প্রকাশ লেংগা মাহবুব বাদশাকে মেরে আহত করেন।
নিহতের খালা মনোয়ারা বেগম ও খালাত ভাই বাবলু বলেন, শুক্রবার বাদশার অনুপুস্থিতিতে অনুমতি ছাড়া বাড়ির পুকুর থেকে মেশিন দিয়ে সেচ দেয় হত্যাকারী মাহবুব। শনিবার সকালে আবারো সেচ দিতে গেলে পানি শুকিয়ে যাওয়ায় বাদশা নিষেধ করলে এ ঘটনার সূত্রপাত হয়।
এক পর্যায়ে বাদশাকে সরকারহাট একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।