হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো.ইউছুপ (৬০) নামের এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদদবাদস্থ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আযম।
সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মাহমুদাবাদস্থ মৃত আবুল খায়েরের পুত্র চার কন্যা সন্তানের জনক মোহাম্মদ ইউসুফ প্রতিদিনের মতো নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কাটিরহাট বাজারস্থ ‘কাটিরহাট জামে মসজিদ’ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাজিরহাটমুখী একটি দ্রুতগামী প্রাইভেট কার (চট্টমেট্টো -গ-১২০৫১৬) তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। ঘটনার পর পর আশে পাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় যথাযথ আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।