হাটহাজারীতে আবুল ফয়েজ (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
রবিবার (০৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম পট্টি ৪নং ওয়ার্ডের (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেটের উত্তরে) মামুন সেন্টারের ১২৬নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি নিশ্চিত করেন।
আবুল ফয়েজ (৫০) ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬নং ওয়াডস্থ বাদশা মিয়ার বাড়ির মৃত শামসুল আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল ফয়েজ জেল থেকে জামিনে এসে মামুন সেন্টারের ভাড়া বাসার ১২৬নং কক্ষে থাকতেন। আর দুই সন্তান নিয়ে স্ত্রী থাকতেন বাবার বাড়িতে।
মাঝে মধ্যে আসতেন স্বামীর বাসায়। ঘটনারদিন স্ত্রী বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখেন এবং দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে ঘটনা জানান। পরে নিকটস্থ হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘরে ঢুকে ফয়েজের লাশ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়।
লাশ উদ্ধারকারী মডেল থানার উপ-পরিদর্শক আলী আকবর জানান, আশপাশের লোকজন এবং নিহতের আত্মীয় স্বজন জানিয়েছেন ফয়েজের নামে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা ছিলো। তিনি ছয়মাস আগে একটি হত্যা মামলায় জামিনে আসেন। এর আগে ২০২২ সালের ১২ আগস্ট ফটিকছড়ির তার গ্রামের বাড়িতে সংঘটিত একটি হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হন এবং উক্ত হত্যা মামলার সাথে জড়িত ছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রায় ১ বছর ১০ মাস জেল খেটে জামিনে আসেন। এরপর থেকে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম পট্টি এলাকার মামুন সেন্টার নামক একটি ভাড়া বাসায় একা বসবাস করে আসছিলেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।