ঢাকা, বুধবার - ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ

হাটহাজারী বাস স্টেশন এলাকায় বিএনপির লিফলেট বিতরণ

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এক দফা দাবিতে অসহযোগের ডাক দেওয়া বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের হাটহাজারীতে ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার (৩ জানুয়ারি) সকালে হাটহাজারী বাস স্টেশন এলাকায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন  'শারদীয় দুর্গোৎসব'র মঞ্চে ইসলামী সংগীত, আমন্ত্রণে পূজা কমিটি

হাটহাজারী বাস স্টেশন এলাকায় দোকান কর্মচারী, ফুটপাতের পথচারী এবং রিকশা-অটোরিকশার চালক ও যাত্রীদের হাতে এসব লিফলেট তুলে দেন।

হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের নির্দেশে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে আমরা সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছি।

আরও পড়ুন  পরিবেশবাদীরা দক্ষিণের নগর ভবন ঘেরাও করবে আজ

জনগণের আকাঙ্ক্ষাকে ধুলোয় মিশিয়ে দিয়ে যারা এই অবৈধ ডামি নির্বাচনে প্রার্থী হয়েছেন, তারা জনগণের কাছে বিশ্বাসঘাতক দালাল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যোগ করেন এ নেতা।

এ সময় উপস্থিত ছিলেন- হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক মো. জাকের হোসেন, বিএনপি নেতা আবুল হাসেম, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান এবং হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, বিএনপি নেতা জি এম সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন উজ্জ্বল, ছাত্রদল নেতা রকি, যুবদল নেতা সাইফুল।

আরও পড়ুন  কক্সবাজারে ১৩ নেতাকে বহিষ্কার করলো আ.লীগ

এ বিভাগের আরও

সর্বশেষ