ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ১

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো নুরু উদ্দিন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) বিকালে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মেডিকেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত নুরু উদ্দিন পৌরসভার চন্দ্রপুর গ্রামের মো. রফিকের পুত্র।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ সোমবার বিকালে নুরু উদ্দিন মোটরসাইকেল যোগে নাজিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন  চট্টগ্রামের ৩ হেভিওয়েট প্রার্থী ফিরে পেলেন প্রার্থিতা, জমবে ভোটের খেলা

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

ট্যাগঃ