ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

হাটহাজারীতে শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মরিয়ম তাহসিন আকতার (১৭) নামে এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ বাল্যবিবাহ বন্ধ করেন।

তাহসিন গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, মঙ্গলবার গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি আবেদন করেন। আবেদনে বিস্তারিত তথ্যের পাশাপাশি ২০২৪ সালে তাহসিনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আকুতির কথাও জানায় তার সহপাঠীরা। এ প্রেক্ষিতে মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী এক সদস্যের মাধ্যমে তাহসিনের মা শামসুন্নাহারকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন।

আরও পড়ুন  গাউসুল আজম মার্কেটে আগুন

জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন ও ভবিষ্যতে কন্যাকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ের চেষ্টা করবেন না বলে মুচলেকা প্রদান করেন জানান মো. শাহিদুল আলম।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ