ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে সিএনজি চালকের ছুরিকাঘাতে প্রাণ গেল ২ জনের

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টায় দিকে হাটহাজারীর আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হেলপার মো. মানিক (৪৫) ও ট্রাকচালক বুলু বড়ুয়া (৫০)। মানিক হাটহাজারীর মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের ওয়াহিদ ফকিরের বাড়ির মৃত শাহ আলমের ছেলে এবং ভুলু বড়ুয়া ফটিকছড়ির পাইন্দন এলাকার হিমাংশু বড়ুয়ার ছেলে।

আরও পড়ুন  হোটেল কক্ষে স্বামীকে হত্যা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৪

আটক সিএনজিচালক চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার মো. কামালের ছেলে মো. আরিফ।

জানা গেছে, মঙ্গলবার রাতে আমানবাজার এলাকায় এক ট্রাকচালকের সঙ্গে অটোরিকশা চালক আরিফ তর্কে জড়ায়। এক পর্যায়ে আরিফ ট্রাকের দরজা খুলে চালকের আসনে থাকা বুলু বড়ুয়াকে ছুরিকাঘাত করে। পরে পেছনে থাকা নগরমুখী দ্রুতযান সার্ভিসের বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার মানিককেও ছুরিকাঘাত করে ঘাতক আরিফ। এতে গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  নৌকাকে হারিয়ে প্রথম নারী মেয়র পেল গাজীপুর সিটি করপোরেশন

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম বলেন, অটোরিকশা চালকের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে জানান মোহাম্মদ নুরুল আলম।

আলোচিত সংবাদ