ফটিকছড়ির হারুয়ালছড়িতে পুকুরে গোসল করতে নেমে ৮ বছর বয়সী আলিহা ও মাসুমা নামের ২ শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) হারুয়ালছড়ির ১ নম্বর ওয়ার্ডের আন্দারমানিক এলাকার পূর্বপাড়া মসজিদ পুকুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী মো. ইসমাইল।
নিহতরা হলেন- ওই এলাকার মো. ইলিয়াছের মেয়ে আলিহা (৮) ও মো. শাহহজালালের মেয়ে মাসুমা (৮)। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন এবং নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
তিনি বলেন, তারা দুজন প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে এসে বেলা সাড়ে ১১ টার দিকে পুকুরে গোসল করতে যায়। পরে ১২ টার দিকে স্থানীয়রা তাদের মহদেহ পুকুরে ভাসতে দেখে ঘরে খবর দেয়। পরে দুজনইকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।
তারা দুজন স্থানীয় মারিফুল উম্মাহ মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। এবং সম্পর্কে মামাতো-ফুফাতো বোন বলে জানান তিনি।