ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হারুয়ালছড়িতে গোসল করতে নেমে ২ শিশুকন্যার মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফটিকছড়ির হারুয়ালছড়িতে পুকুরে গোসল করতে নেমে ৮ বছর বয়সী আলিহা ও মাসুমা নামের ২ শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) হারুয়ালছড়ির ১ নম্বর ওয়ার্ডের আন্দারমানিক এলাকার পূর্বপাড়া মসজিদ পুকুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী মো. ইসমাইল।

নিহতরা হলেন- ওই এলাকার মো. ইলিয়াছের মেয়ে আলিহা (৮) ও মো. শাহহজালালের মেয়ে মাসুমা (৮)। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন এবং নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন  স্ত্রীকে দুবাই নিয়ে অনৈতিক কাজে বাধ্য, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

তিনি বলেন, তারা দুজন প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে এসে বেলা সাড়ে ১১ টার দিকে পুকুরে গোসল করতে যায়। পরে ১২ টার দিকে স্থানীয়রা তাদের মহদেহ পুকুরে ভাসতে দেখে ঘরে খবর দেয়। পরে দুজনইকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।

তারা দুজন স্থানীয় মারিফুল উম্মাহ মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। এবং সম্পর্কে মামাতো-ফুফাতো বোন বলে জানান তিনি।

আরও পড়ুন  নরসিংদীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুন

ট্যাগঃ