ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দিনাজপুরের হিলি সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তাকে দিনাজপুরের বাসিন্দা সাহাবুল হোসেন বাবু (২৪) বলে শনাক্ত করেছেন স্বজনরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুল হোসেন দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ধরন্দা ফকিরপাড়ার আবুল হোসেনের ছেলে। ঘটনাটিকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্ত অংশে নিরাপত্তা জোরদার করেছেন।

আরও পড়ুন  বান্দরবানে পাহাড়ি-বাঙালি নেতৃবৃন্দের সম্প্রীতি সমাবেশ

নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি বিজিবির কর্মকর্তারা। তবে সূত্রের মাধ্যমে পাওয়া ছবি দেখে এটি সাহাবুলের মরদেহ বলে নিশ্চিত করেন তার স্ত্রী বাবলী আক্তার। মরদেহটি এখনো বিএসএফের কাছেই আছে।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বলেন, গত বৃহস্পতিবার ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে যান। শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে সাহাবুল আহত হন। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভারতের হিলির একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্ধ্যার দিকে স্থানীয় মুহাড়াপাড়া ও হাঁড়িপুকুর গ্রামের কয়েকজন যুবক এসে সাহাবুলের মৃত্যুর খবর দেন।

আরও পড়ুন  বোয়ালখালীতে বিলের পানিতে পড়েছিল পাইপ মিস্ত্রির মরদেহ

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, সীমান্তের ৩০০ থেকে ৪০০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে একজনকে হত্যার ঘটনার কথা শুনেছি। তবে তিনি বাংলাদেশি নাকি ভারতীয়, সেটি এখনো নিশ্চিত হতে পারিনি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ