একলাফে ১২ কেজি সিলিন্ডারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে ২৬৬ টাকা। আগে ১ হাজার ২৩২ টাকায় কেনা গেলেও আজ থেকে এই সিলিন্ডার কিনতে গুণতে হবে ১ হাজার ৪৯৮ টাকা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
দেশে সব থেকে বেশি বিক্রি হয় ১২ কেজির সিলিন্ডার গ্যাস। প্রতি কেজি এলপি গ্যাসে এবার দাম বাড়ল ২২ টাকা ১৬ পয়সা। যদিও গত মাসে গ্যাসের দাম কমেছিল।
তবে বিইআরসির বেঁধে দেয়া দামেও সাধারণত পাওয়া যায় না গ্যাস। এলাকাভেদে বিইআরসির বেঁধে দেয়া দাম হতে অন্তত ৭০ থেকে ১০০ টাকা বাড়তি দামে এলপিজি কিনে থাকেন গ্রাহকরা।
এলপিজি গ্যাসের সঙ্গে বেড়েছে অটোগ্যাসের দামও। নির্ধারিত নতুন দাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে। প্রতি মাসের প্রথম সপ্তাহে বিইআরসি এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে।