ঢাকা, বুধবার - ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৪ দফা দাবিতে উত্তাল শাহবাগ, সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বাসভবনে অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সারা দেশের হিন্দু সমাজ৷। এ সময় নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর শাহবাগ ও আশেপাশের এলাকা থেকে মানুষজন এসে সেখানে ভিড় জমান। এ সময় আন্দোলনকারী ৪ দফা দাবি জানান।

আরও পড়ুন  ভারতীয় হাইকমিশন অভিমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা হেফাজতের

তাদের দাবিগুলো হলো-

১) সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে।

২) সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে।

৩) সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

৪) সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া নয়ন চক্রবর্তী বলেন, দেশটা তো সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। জামায়াত বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই।

আরও পড়ুন  বিএনপি-জামায়াতের নামই বেশি থাকার কথা স্যাংশনের তালিকায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পল্লব কুমার নামে আরেক আন্দোলনকারী বলেন, সারাদেশ থেকে আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের বাসভবন ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷ অতিদ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক।

এ বিভাগের আরও

সর্বশেষ