ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

৫৪ ইসকন ভক্তকে আটকে দিলো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যশোরের বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশের ৫৪ জন ইসকন ভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এবং রবিবার (১ ডিসেম্বর) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন।

গতকাল দিনভর এবং আজ সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর তাদের জানানো হয়, ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন  হাটহাজারীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারতে যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে।

ভারত যেতে বেনাপোলে আসা ইসকন ভক্তরা বলেন, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা বলেন, ভারতে সন্দেহজনক ভ্রমণ মনে করে ৫৪ বাংলাদেশিকে অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন  সীতাকুণ্ডের ছিন্নমূলে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, আটক ২

আলোচিত সংবাদ