ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ মার্চ কাতার যাবেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) অংশ নিতে আগামী ৫ মার্চ কাতার যাবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

দীর্ঘ সময় বিরত থাকার পরে বৃহস্পতিবার থেকে আবারও নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ের প্রথা চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’

জনকূটনীতি মহাপরিচালক জানান, কাতারের দোহায় আগামী ৫-৯ মার্চ এলডিসি-৫ এর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তবে প্রধানমন্ত্রীর স্থগিত হয়ে যাওয়া জাপান সফর নিয়ে দেশটির সঙ্গে আলোচনা চলছে জানিয়ে সেহেলী সাবরীন বলেন, সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঠিক হয়নি।

ট্যাগঃ