ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার (৫ আগস্ট) ভারত পালিয়ে গেছেন শেখ হাসিনা। এদিন তার কয়েকজন সহযোগীরা তার সঙ্গে ভারত যান।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে আসা সহযোগিরা এখন অজানা গন্তব্যের উদ্দেশে ভারত ছাড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতের সরকারের শীর্ষ একাধিক সূত্রের বরাতে দিয়ে এ তথ্য জানানো হয়।
গত সোমবার শেখ হাসিনা জনতার আন্দোলনের মুখে বোন শেখ রেহানাকে নিয়ে তড়িগড়ি করে গণভবন ছেড়ে সামরিক একটি হেলিকপ্টারে আগরতলা যান তারা। অন্যদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীরাও একটি সামরিক পরিবহন বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা হন। পরে দিল্লির কাছে উত্তরপ্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন তারা।
শেখ হাসিনা তাড়াহুড়ো করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ায় কাপড়-চোপড় কিংবা দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রও সাথে নিতে পারেননি।
শেখ হাসিনার সাথে থাকা বাংলাদেশিদের সুরক্ষায় নিয়োজিত ভারতের প্রোটোকল অফিসের সদস্যরা সেখানে জামাকাপড় ও নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনতে সাহায্য করেছেন বলে জানিয়েছে সূত্রগুলো।
এদিকে শেখ হাসিনা অন্য কোনো দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত ভারতে থাকার অনুমতি দিয়েছে বিজেপি সরকার। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।